শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেয়া হবে না’

সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

তিনি হুঁশিয়ারি করেছেন, এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বর্তমানে নেত্রকোনা অবস্থান করছেন। দ্রুতই তিনি ঢাকায় ফিরছেন বলে জানান।

সচিবালয়ের ওই ৭ নম্বর ভবনে আসিফ মাহমুদের দপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্র্বতী সরকারের আরেক তরুণ উপদেষ্টা নাহিদ হোসেনের দপ্তরও এই ভবনে।

আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লেখেন, ‘বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা আরও লেখেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

সচিবালয়ের এই ভবনে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ের দপ্তর। পুড়েছে অনেক গুরুত্বপূর্ণ নথি। অন্তর্বর্তী সরকারের আরেক তরুণ উপদেষ্টা নাহিদ হোসেনের দপ্তরও এই ভবনে।

সচিবালয়ের এই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর। আরও আছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর।

টিএইচ