সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিইউজের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডিইউজের বিক্ষোভ সমাবেশ

গণমাধ্যম নিয়ে ষড়যন্ত্র, সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সংবাদপত্রের ডিক্লারেশন বন্ধ না করা, চাকরিচ্যুত সাংবাদিকদের পুর্নবহাল, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি বন্ধ, বিধি বর্হিভূতভাবে চাকরিচ্যুতি বন্ধ করাসহ গণমাধ্যমের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।

সাংবাদিকদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলা বন্ধ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সহসভাপতি মানিক লাল ঘোষের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নজরুল ইসলাম মিঠু, ডিইউজের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন, ডিইউজের সদস্য মো. মনসুর আহমদ প্রমুখ।

এবি