মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১
The Daily Post

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গেলেন সেনাপ্রধান

তিনদিনের সরকারি সফরে আজ ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংলাদেশি কন্টিনজেন্ট এবং সেখানে থাকা শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন করবেন।

এছাড়া, শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করারও পরিকল্পনা রয়েছে তার।

এছাড়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।

২০১৪ সাল থেকে, ৯,৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।

টিএইচ