সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

স্পিকারের আশ্বাসে সংস‌দে যা‌চ্ছে জাতীয় পা‌র্টি

নিজস্ব প্রতিবেদক

স্পিকারের আশ্বাসে সংস‌দে যা‌চ্ছে জাতীয় পা‌র্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদে না যাওয়ার ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। 

তবে তাদের আবেদনের বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের আশ্বাস পাওয়ার পর সিদ্ধান্ত পাল্টেছেন দলের নেতারা।

জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসে অধিবেশনে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক নির্দেশনায় দলের সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাপা চেয়ারম্যান পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

টিএইচ