সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করল সরকার

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করল সরকার

ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, এই ঈদে অন্যান্য ছুটি মিলিয়ে এমনিতেই ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। সেজন্য মন্ত্রিসভা এ অনুমোদন দেয়নি।  তবে যারা দূরে ঈদ করতে যাবেন, তারা চাইলে ছুটি নিতে পারবেন।

বিষয়টি নিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

টিএইচ