বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

 দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

 দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা দৌলতপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, সাংবাদিক এম, এস, শাহীন। 

এছাড়া সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এহতেশাম রেজা এ উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

টিএইচ