বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

 পেকুয়ায় ইয়াবাসহ কারবারি আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

 পেকুয়ায় ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের পেকুয়ায় ১০৬৫ ইয়াবাসহ ফিরোজ আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) তাকে আটক করা হয়। 

আটক ফিরোজ আলম টেকনাফ উপজেলার কুতুবুনিয়া ছোট হাবিব পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, পুলিশের কাছে খবর আসে টইটং ইউনিয়নের বুধাহাজির পাড়া হেলালের চায়ের দোকানের সামনে মাদকের হাতবদল হবে। 

এসআই মো. ইব্রাহিমের নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু হয়েছে বলে জানান ওসি ওমর হায়দার।

টিএইচ