বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

 ফেনীর বন্যা পুনর্বাসন ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

ফেনী প্রতিনিধি

 ফেনীর বন্যা পুনর্বাসন ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ফেনীর বন্যা পুনর্বাসন ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপ আয়োজন করেছে। গত শনিবার জেলার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া সাজাতে হবে। এসব কাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে।

সিজিডি চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের সঞ্চালনায় ওই সংলাপে অংশ নেন বেসরকারি সংগঠন ইসলামিক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু তাহের নাসির, ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ মীর হোসেন মজুমদার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহীম, সাংবাদিক আবদুর রহিম, আবু তাহের ভূঞা, মোহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও স্বেচ্ছাসেবকরা।

এসময় তারা জেলা প্রশাসনের তথ্যসূত্রের আলোকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের প্রতি জোর দিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দেড় লক্ষাধিক। সর্বাধিক ক্ষতি হয়েছে কৃষিখাতে। 

এর যথাযথ পুনর্বাসনে ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয় করা, কৃষি প্রণোদনার ক্ষেত্রে নিঃস্ব কৃষকদের প্রাধান্য দেয়া, সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা, স্বেচ্ছাশ্রমে মানুষকে উদ্বুদ্ধ করে সামাজিকভাবে ক্ষুদ্র সমস্যা নিরসন করা।

টিএইচ