বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

 বোয়ালমারীতে  সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন আলোচনা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

 বোয়ালমারীতে  সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন আলোচনা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের উপর আলোচনা সভা বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।  

সভায় উপজেলা নির্বাহী  কর্মকর্তা  মো. মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সব নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সব পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে।
  
ইউএনও মো.  মেহেদী হাসানের  সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপশ শাখারী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বোয়ালমারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা সাংবাদিকরা, জনপ্রতিনিধিরা।

টিএইচ