বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

 শৈলকুপায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

 শৈলকুপায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমাসের ন্যায় এ মাসেও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) ইউএনও শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নায়েব আলী জোয়ারদার এমপি ঝিনাইদহ-১ শৈলকুপা আসন। বিশেষ অতিথি ছিলেন, মোস্তফা আরিফ রেজা মন্ন, চেয়ারম্যান উপজেলা পরিষদ শৈলকুপা। মো. জাহিদুননবী কালু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শৈলকুপা। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানরা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল কলেজের প্রধানরা। এমপি মো. নায়েব আলী জোয়ারদার বলেন, মোবাইল আসক্তি, মাদক, বাল্যবিবাহ, জুয়া ও কিশোর অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেন। 

এ সময় থানার প্রতিনিধি হিসেবে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মো. রিয়াজুল হাসান। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ফসল কেটে দেয়ার বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন, মো. শাহিন আক্তার পলাশ, সভাপতি শৈলকুপা প্রেস ক্লাব। চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম শিমুল।

টিএইচ