শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

 শৈলকুপায় স্ত্রীকে গলাকেটে হত্যা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

 শৈলকুপায় স্ত্রীকে গলাকেটে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় রইচ মণ্ডল নামের এক স্বামীর বিরুদ্ধে নাজমা খাতুন (৪০) নামে তার স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ১নং ত্রিবেনী ইউনিয়নের পদমদি গ্রামে ঘটেছে। 

নিহত নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের কন্যা ও নাজমার স্বামী রইচ মণ্ডল চর ত্রিবেনী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এ ঘটনার পরপরই নাজমার স্বামী পলাতক বলে জানা যায়।

নাজমার ছোট ভাইয়ের স্ত্রী চম্পা খাতুন জানান, নাজমার সাথে রইচের ২৮ বছর আগে বিবাহ হয়। রইচ উদ্দিন ঢাকাতে তার ছোট ভাই তারেকের নাম ধারন করে মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় দীর্ঘদিন কাজ করেন। গত কোরবানির ঈদের আগে জানাজানি হয় রইচ উদ্দিন ঢাকাতে আরেকটি বিবাহ করে সংসার করছে। 

এরপর থেকে তাদের মধ্যে অশান্তি দেখা দেয়। ঘটনার তিন দিন আগে রইচ শশুর বাড়িতে আসে। গত রোববার রাতে নাজমা ও রইচ সাত বছরের শিশু সন্তানকে নিয়ে শশুর বাড়িতে রাতে অবস্থান করে। রাতে রইচ তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা নাজমার মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই তার স্বামী পলাতক রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান।

টিএইচ