সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

 সৈয়দপুর পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 সৈয়দপুর পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণ ও সৌন্দর্য্য বৃদ্ধিকরণের প্রকল্প হাতে নিয়ে সৈয়দপুর পৌরসভার ১৫০ কোটি ২৪ লাখ ১০ হাজার ৪৩৪ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র রাফিকা আক্তার জাহান। 

গত বৃহস্পতিবার রাতে পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের  উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেছেন তিনি। 

বাজেটে রাজস্ব আয় খাতে ১৪ কোটি ৪১ লাখ ১০ হাজার ৯৫০ টাকা, রেইট (হার) ২ কোটি ৬১ লাখ ৩১ হাজার ২৮৯ টাকা, ফি ৩০ লাখ ৪৫ হাজার, স্থাবর সম্পত্তি থেকে আয় ৪ কোটি, রিলিফ ১ কোটি ১লাখ, বেতন ভাতা অন্য খাতে সরকারি অনুদান ৯ কোটি ৯ লাখ, পৌর সম্পত্তি হতে ভাড়া ১ কোটি ১৭ লাখ, ব্যাংক লভ্যাংশ ৩ লাখ, অন্যন্য ৭ কোটি ৯২ লাখ ৮০ হাজার, পানি শাখার আয় ১ কোটি ৮২ লাখ ৫ হাজার ৮ শত ৫০ মিলে মোট ৩৬ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৯ টাকা। সাথে রাজস্ব তহবিলের প্রারম্ভিক জের ১৫ লাখ ২৭ হাজার ৪ ৬৮ মিলে ৩৭ কোটি ৭০ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা। 

এই টাকা থেকে  সম্মানি, বেতন, অবসর কর্মচারিদের পাওনা, কঞ্জারভেন্সি মজুরি, সংস্থাপন ব্যয়, বর্জ্য ও পয়-প্রনালী পরিষ্কার, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যয়, ইপি আই, কর আদায়,  বৃক্ষরোপণ, নিজস্ব তহবিলের উন্নয়ন, জরুরি ত্রাণ, খেলাধুলা, পৌর বৃত্তি, ঐচ্ছিক তহবিল, শিক্ষা অনুদান, চিকিৎসা অনুদান, সাহায্য, ধর্মীয় ব্যয়, অনুষ্ঠান, ক্লাব, প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন,  রাস্তার বাতি, শিশু পার্কের জমি ক্রয়, যানবাহন ক্রয়, পানি শাখার খরচ করা হবে। 

পাশাপাশি সরকারি, বেসরকারি, এনজিও ও অন্য খাত থেকে আয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ১০ হাজার ৪৩৪ টাকা। এই খাত থেকেই অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, শিক্ষা ও সংস্কৃতি, আটকে পরা অবাঙ্গালীদের উন্নয়ন, ব্রাকের সাথে রাস্তাঘাট নির্মাণ, আর ইউটিডিপি প্রকল্পের আওতায় কেন্দ্রীয় বাসটার্মিনাল, অফিস ভবন, রাস্তাঘাট, ড্রেন, ইলেট্রিফিকেশন, সোলার লাইট নির্মাণ, প্রান্তিক জনগোষ্ঠির পুষ্টি, মেইটেনেন্স, কোভিট-১৯ রিকভারি প্রজেক্ট, ভ্যাট ও আয়কর প্রদান করবেন। 

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌরমেয়র রাফিকা আক্তার জাহান। এসময় তিনি বলেন, পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন এবং অন্য সমস্যা সমাধানে আমরা সচেষ্ট আছি। 

কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীনের সঞ্চালনায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান, প্যানেল মেয়র শাহিন হোসেন, নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সকল কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। 

টিএইচ