শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

অক্টোবরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন দেড় লাখ টন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 

অক্টোবরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন দেড় লাখ টন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে পাথর উৎপাদন বেড়েই চলেছে। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির ব্যবস্থাপনায় গত অক্টোবরে পাথর উৎপাদন হয়েছে ১ লাখ ৫০ হাজার টন। 

আর পাথর বিক্রি হয়েছে ১ মাসে মাত্র ৭৬ হাজার টন। খনির ৯টি ইয়ার্ডে বিভিন্ন সাইজের পাথর মজুদ রয়েছে প্রায় ৮ লাখ ৫০ হাজার টন। প্রতিদিন পাথর উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ৫ হাজার টন। দৈনিক পাথর বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টন।

খনির একটি সূত্র জানিয়েছেন, খনিতে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত মে মাসে খনি থেকে ১ লাখ ৩৮ হাজার টন পাথর উত্তোলন করে। জুন মাসে ১ লাখ ৩৯ হাজার টন এবং জুলাই মাসে ১ লাখ ৩৫ হাজার পাথর উত্তোলন করা হয়। 

পাথর বিক্রিতে গতি আনতে পাথরের দাম কমানোর হয়েছে গত ২৬ অক্টোবর। তারা শূন্য থেকে ৫ মিলি ডাস্ট পাথর ১ হাজার ২৫০ টাকা, ৫ মিলি থেকে ২০ মিলি পাথর ৩ হাজার ১৫০ টাকা, ২০ মিলি থেকে ৪০ মিলি পাথর ৩ হাজার ৫৫০ টাকা, ৪০ মিলি থেকে ৬০ মিলি পাথর ৩ হাজার ৮০০ টাকা, ৬০ মিলি থেকে ৮০ মিলি পাথর ২ হাজার ৮০০ টাকা এবং ২৫০ মি.মি. বোল্ডার পাথর ৩ হাজার ২শ টাকা প্রতি টন দর নির্ধারণ করে বিক্রি করছে। প্রতি টন ক্রাস্ড পাথরের লোডিং চার্জ ৬০ টাকা এবং বোল্ডার পাথরের লোডিং চার্জ ৮০ টাকা।

এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান পাথর বিক্রিতে গতি আনতে পাথরের দাম কমানো হয়েছে গত ২৬ অক্টোবর। আশা করা যাচ্ছে পাথর বিক্রি আরও বাড়বে।

টিএইচ