বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অধ্যক্ষ নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

অধ্যক্ষ নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। অধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানায়। 

রোববার (১৫ সে‌প্টেম্বর) বাগুটিয়া বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা একাধিকবার স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। শিক্ষার্থীদের দাবির পক্ষে আন্দোলন শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অভাবে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানেও। 

দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের আশ্বাস পেলেও তা বাস্তবায়িত হয়নি, ফলে বাধ্য হয়েই তারা এই অবরোধের পথ বেছে নিয়েছে। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নিয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। 

অবরোধের ফলে প্রায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে। 

অবরোধ শেষে দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার ওসি আবুল কালাম শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিসবাহ উল হক, মাসুদ সিকদার, সোহাইবুল ইসলাম, আবদুল মাতিন,আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম, মেহদী হাসান,উম্মে জাহান, দিলরোবা ট্রিম সঙ্গে বিটেকের কনফারেন্স রুমে এক ঘণ্টার বৈঠক করেন। বৈঠকে শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়। 

টিএইচ