সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত 

কক্সবাজার প্রতিনিধি

অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত 

কক্সবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাত হোসেন। শুক্রবার (২০ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ পৌরশহরসহ পুরো জেলায় নজরদারি বাড়িয়েছে বলে জানান অধিনায়ক সাজ্জাত হোসেন।

তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার সর্বমোট ১৮১ টি পূজামণ্ডপে (কক্সবাজারে-১৫১, বান্দরবানে-৩০) শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।

ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ সকল দূর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজার ও বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫। অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র্যাবের তৎপরতা ও নজরদারি।

অধিনায়ক সাজ্জাত হোসেন বলেন, পূজামন্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র্যাবের ১০টি পিকআপ ৮টি মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি চলমান রাখাসহ দুর্গাপূজায় র্যাব-১৫ এর ১৩৬ জন সদস্য নিয়োজিত থাকবে।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।

টিএইচ