সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অবরোধে ট্রাকে আগ্নিসংযোগ করা সেই যুবলীগ নেতা দল থেকে বহিষ্কার

ফেনী প্রতিনিধি

অবরোধে ট্রাকে আগ্নিসংযোগ করা সেই যুবলীগ নেতা দল থেকে বহিষ্কার

অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃত সেই যুবলীগ নেতা নুর উদ্দিন টিপুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বহিষ্কারাদেশে তারিখ ২৭ অক্টোবর উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর উপজেলা যুবলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নুর উদ্দিন টিপুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সং‌শ্লিষ্ট সূত্র জানায়, ট্রাক পোড়ানোর মামলায় টিপু গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। উপজেলা যুবলীগের শীর্ষ নেতারা তাকে উপজেলা কমিটির সদস্য ও ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি বলে স্বীকার করেন।

এর আগে, গ্রেপ্তারের পর সোমবার (৬ নভেম্বর) নুর উদ্দিন টিপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর রাতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে রওনা হন গাড়িচালক আবদুস সামাদ।

বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর ওপর পৌঁছলে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্টোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে অন্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার দিন রাতে ট্রাকমালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জল বৈদ্য ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা দিয়েছেন। তার দাবি, আগুনে যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

টিএইচ