বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে চাঁদা দাবির চিঠি ও ককটেলসহ দুজন আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে চাঁদা দাবির চিঠি ও ককটেলসহ দুজন আটক

যশোরের অভয়নগরে চাঁদা দাবির চিঠি ও লাল স্কচটেপ দিয়ে পেঁচানো ককটেল সাদৃশ্য বস্তুসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। গত সোমবার উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আদের আটক করা হয়। 

আটক দুজন হলেন, উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জুবায়ের ইসলাম লিপু ও মৃত জহর আলী খাঁর ছেলে আজিবর খাঁ।

পুলিশ জানায়, আলমগীর শিকদারের অভিযোগের ভিত্তিতে গত সোমবার গোপীনাথপুর গ্রাম থেকে দুই চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ