সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এদিন উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা আবুল কাশেম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জি এম ওসমান গনি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান প্রমুখ।

এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশগ্রহণ করে। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

টিএইচ