পেশায় একজন টাইলস মিস্ত্রি। নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা অথচ তিনি বানিয়ে ফেললেন জিপ গাড়ি। এমন ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধূলগ্রামে। ওই গ্রামের যুবক আসলাম হোসেন মাত্র ১ লাখ টাকায় তৈরি করেছেন জিপ গাড়িটি।
পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। পাশাপাশি আসলাম কুড়িয়েছেন এলাকাবাসীর প্রশংসা এবং স্থানীয়ও ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস।
অনেকেই ব্যাপক উৎসাহ নিয়ে তার তৈরি নতুন গাড়িটি দেখতে আসছেন। কেউ ছুঁয়ে দেখছেন, তো কেউ আবার একটু চড়েও নিচ্ছেন ব্যাটারিচালিত এই জিপে। আর আসলাম হোসেন তার জিপ গাড়ি নিয়ে ঘুরছেন এলাকার বিভিন্ন স্থানে। তবে একেবারেই সম্পূর্ণ গাড়িটি তৈরি করে উঠতে পারেনি তিনি। গাড়িটিতে ড্রাইভারসহ চারটি সিট রয়েছে।
গাড়িটি তৈরি করতে চারটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ইত্যেমধ্যেই গাড়ির খবর ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই জিপ গাড়িটি দেখার জন্য এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত ভিড় করছে।
এ বিষয়ে গাড়ি তৈরির উদ্যোক্তা আসলাম বলেন, আমি টাইলস মিস্ত্রির কাজ করি। শখের বসে এই জিপ গাড়িটি তৈরি করেছি। প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিলেই ১০ থেকে ১৫ টাকা খরচ হবে। এক চার্জে ৮০ থেকে ১০০ কিলোমিটার পথ চলা যাবে।
উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বাসিন্দা মিরান বলেন, এই গাড়িটি আমি দেখতে এসেছি। জিপ গাড়ির আদলে তৈরি করেছেন। টাইলস হয়েও তার প্রতিভা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেন।
সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, আসলাম বিশ্বাস একজন টাইলস মিস্ত্রি হলেও তার অনেক প্রতিভা রয়েছে।
তিনি অনেক সুন্দর একটি জিপ গাড়ি তৈরি করেছেন। তাকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে তার প্রতিভাকে বিকাশিত করার জন্য।
টিএইচ