শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

অভয়নগরে বন্যাদুর্গত মানুষের জন্য করণীয় শীর্ষক সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে বন্যাদুর্গত মানুষের জন্য করণীয় শীর্ষক সভা

দেশের বন্যাদুর্গত বিভিন্ন এলাকার মানুষের জন্য যশোরের অভয়নগরে বন্যাদুর্গত মানুষের জন্য করণীয় শীর্ষক এক বিশেষ জরুরি সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আহ্বানে গত শনিবার রাত সাড়ে ৯টায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, এনজিও ও স্কাউট প্রতিনিধি ফারুক হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কর্মকর্তা আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। 

সভায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ, প্যাকেটিং ও দুর্গত এলাকায় নিয়মতান্ত্রিকভাবে সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।   

টিএইচ