যশোরের অভয়নগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সভাপতি আব্দুল মালেক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি নূরুল আমিন, জেলা সহকারী সেক্রেটারি সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, হাফেজ আব্দুল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হুসাইন, নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, শ্রমিক নেতা হুসাইন গাজী, তৌহিদ হোসেন, আবু মছাসহ অন্যরা।
সম্মেলনে নূরল ইসলাম বাবুলকে সভাপতি ও ইউনুছ আকুঞ্জিকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
টিএইচ