সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রাজবাড়ী প্রতিনিধি

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহা. আতাউল হক খান চৌধুরীর বিরুদ্ধে ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বুধবার রাজবাড়ী বিশেষ জজ আদালতে এ মামলাটি করেন দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।

মোহা. আতাউল হক খান চৌধুরী বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চৌধুরী বাড়ি মহল্লার বাসিন্দা। তবে বর্তমানে তার পরিবার ঢাকায় বসবাস করেন।

আতাউল হক ২০১৬ সালের ৭ আগস্ট থেকে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ওই কলেজে থাকাকালে তার বিরুদ্ধে নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।

দুদক ফরিদপুরের উপপরিচালক রেজাউল করিম বলেন, আতাউল হক পাংশা কলেজের দায়িত্বে থাকাকালে কলেজের পৌরকর বাবদ ২২ লাখ ৪২ হাজার ৯৪০ টাকা উত্তোলন করে পৌরসভায় জমা না দিয়ে আত্মসাৎ করেন। এছাড়া তিনি পাংশা সরকারি কলেজে কর্মরত থাকাকালে ভ্রমণ দেখিয়ে ৭ লাখ ১ হাজার টাকা ভ্রমণ ভাতা বিল আত্মসাৎ করেন বলে সত্যতা পাওয়া যায়। মোট ২৯ লাখ ৪৩ হাজার ৯৪০ টাকা আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক।

তিনি বলেন, আতাউল হক খান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আতাউল হক খান চৌধুরী বলেন, অভিযোগ সঠিক নয়, পরে কথা বলি বলে ফোন কেটে দেন। রাজবাড়ী বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বিজন কুমার বোস বিষয়টি জানিয়েছেন।

টিএইচ