সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত 

সাভার প্রতিনিধি

অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত 

সাভারে অনুষ্ঠিত  হয়েছে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন ‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সমপ্রীতির বাংলাদেশ’ এ প্রত্যয়কে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন। 

শনিবার (২৫ জানুয়ারি) সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ, বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। 

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন মুর্শিদ বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি দেশে ধীরে ধীরে গণতন্ত্র মরে গেল। বহুদলীয় রাজনীতি মরে যেতে বসলো। কথা বলার অধিকার আমরা হারাতে শুরু করলাম। নির্বাচন আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করলো। এবং পুরো শাসনব্যবস্থা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। 

ভয় ত্রাসের রাজত্ব শুরু হয়েছিলো। এখানে গণতন্ত্র বলে কিছু ছিলোনা। বিগত সরকারের আমলে কঠিনতম অবস্থায় ছিল বাংলাদেশ। 

টিএইচ