সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

অস্ত্রসহ গ্রেপ্তার ৯ রোহিঙ্গা : এপিবিএন

কক্সবাজার প্রতিনিধি

অস্ত্রসহ গ্রেপ্তার ৯ রোহিঙ্গা : এপিবিএন

কক্সবাজারে উখিয়ার ক্যাম্প থকে ৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে উখিয়ার ৪ নম্বর ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকে। পুলিশও নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরবর্তী সময়ে রোহিঙ্গা ইউনুসের ঘরের পেছনের পরিত্যক্ত ঘর থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

আটক ৫ জন হলেন ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. হানিফ (৩০), একই ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মনির আহমদ (৩৫), আবদুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯) ও ৭ নম্বর ক্যাম্পের রশিদ উল্লাহর ছেলে জাহিদ আলম (২৭)।

এসময় তাদের কাছ থেকে একটি শটগান, দুটি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি কালো রঙের হাফ হাতা গেঞ্জি জব্দ করা হয়।

আরেক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকে বলে দাবি এপিবিএনের। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে হামিদ হোসেন (২৮), মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (অপ্রাপ্তবয়স্ক), মৃত বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭) ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।

এসময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক ২টি মামলা করে গ্রেপ্তারকৃতদের সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন এপিবিএন এই অফিসার।

টিএইচ