রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আইজিপি 

বরিশাল ব্যুরো  

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আইজিপি 

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনকালিন সময় নির্বাচন কমিশনারের অধিনে কাজ করবেন বাংলাদেশ পুলিশ। আর যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরো বলেন, দেশে কোন সন্ত্রাসী কার্যক্রম কাউকে করতে দিবে না পুলিশ। রোববার (২৭ আগস্ট) বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভায় একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ অন্যরা। পরে পুলিশ লাইন চত্তরে বৃক্ষরোপণ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

টিএইচ