বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) পৌরসভার পৌরমুক্ত মঞ্চ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন মরদেহটি দেখে আখাউড়া থানায় খবর দেয়। পরে গিয়ে পৌরসভার পৌরমুক্ত মঞ্চ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নারী পরিচয় পাওয়া যায়নি পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। 

আখাউড়া থানার এসআই মোবারক আলী জানান, ৬০ বছরের অজ্ঞাতনামা নারীর মরদেহটির মৃত্যু স্বাভাবিক হয়েছে। একাধিক স্থানীয় এলাকাবাসী জানান, ওই নারী একজন ভবঘুরে ছিলেন। 

তিনি আখাউড়া রেলস্টেশন ও সড়কবাজারের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। পরিচয় সনাক্ত না হলে স্থানীয় করবস্থানে এলাকাবাসীর সহযোগিতায় দাফন করা হবে বলেও জানান তিনি।

টিএইচ