ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ও ২৫০০ মিটার পাইপ ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় ড্রেজার মালিক উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। গত শনিবার উপজেলার ধরখার ইউনিয়নের বঙ্গজ এলাকায় কৃষি জমিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপ নষ্ট করে দেয়া হয়।
জানা গেছে, উপজেলার ধরখার ইউনিয়নের বঙ্গজ এলাকায় কৃষিজমি থেকে ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে মো. শফিক মিয়া নামে কথিত ব্যক্তি বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া সেখানে অভিযান চালান। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ সময় বালু ব্যবসায়ী মো. শফিক মিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, এসব ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমি থেকে বালু উত্তোলনের কারণে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ