বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় গাঁজাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকার আল আমিন মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন এবং তার স্ত্রী আমেনা আক্তার বর্তমানে তারা খড়মপুর এলাকায় বসবাস করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খড়মপুর মধ্যপাড়া আ. মাসুমের বাড়ির সামনে থেকে ০৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

টিএইচ