সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

আখাউড়ায় দেশি অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় দেশি অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশি অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (০৯ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে উপজেলার পৌর শহরের মসজিদপাড়া রেল ক্রসিং এলাকা থেকে তাদের দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের মহিউদ্দিন ভূঁইয়ার ছেলে মাইনুল ইসলাম জুয়েল, এবং পাঘাচং গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. ইমান হোসেন।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।

টিএইচ