বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় ভারতীয় কফিসহ তিনজন গ্রেপ্তার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় ভারতীয় কফিসহ তিনজন গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ধরখার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার চেলে কাউছার মিয়া, বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম, ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া। 

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আখাউড়া থানার ওসি আবুল হাসিম মামলার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ