বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত খায়রুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আখাউড়া থানার কনস্টেবল। আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি সেলিমের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যায়। 

এ সময় সেলিম পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। সেলিম কনস্টেবল খায়রুলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

টিএইচ