সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আখাউড়ায় যুবকের আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়ায় যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জেরে মো. ইব্রাহিম মিয়া (৩৪) নামের এক  যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঘটনার বিষয়টি জানিয়েছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। এর আগে একই দিনে সকালে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে মারা যায় তিনি। নিহত যুবক উপজেলার ধরখার ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে ইব্রাহিম মিয়া গত রোববার দিবাগত রাতে পরিবারের লোকজনের অগোচরে কেড়ির বড়ি খেয়ে ছটফট করতে দেখে পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) চিকিৎসারত অবস্থায় মারা যায় তিনি। ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে ওই গ্রামের ইব্রাহিম মিয়া আত্মহত্যা করে। তবে এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসে নি। 

আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বর্তমান মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রয়েছে।

টিএইচ