বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘আখাউড়া বিএনপি ঐক্যবদ্ধ দলে কোনো বিভেদ নেই’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

‘আখাউড়া বিএনপি ঐক্যবদ্ধ দলে কোনো বিভেদ নেই’

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপির গুমফেরত নেতা কবির আহমেদ ভুইয়া বলেছেন, আখাউড়া বিএনপিতে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যারা আ.লীগ সরকার আমলে নির্যাতন করেছে তাদের আর বিএনপিতে আসার সুযোগ নেই। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিএনপির প্রস্তুতি দেখতে এসে স্থানীয় শহিদ স্মৃতি সরকারি কলেজ মাঠে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, আজ বুধবার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এ সম্মেলনে ঈদের আমেজে উপস্থিত থাকবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুইয়া, জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন তুহিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার হোসেন খানসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

টিএইচ