শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
ভারত নির্বাচন 

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দু'দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দরে সবরকম ব্যবসায়ী কর্যক্রম বন্ধ থাকবে। ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে ২ দিন এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম চলবে'।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

টিএইচ