আজকে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া জুড়ে অশান্তি মারামারি কাটাকাটি রাহাজানি এভাবে গোটা দুনিয়াকে বিষিয়ে তুলছে এর বাইরে আমাদের এ বাংলাদেশও নয় আমরা চাই একটি সুন্দর সমাজ সমপ্রতির সমাজ সৌহার্দ্যের সমাজ। আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত সুন্দর জনপদ গড়তে চাই।
শুক্রবার (৩ জানুয়ারি) নগরীর ৪১নং ওয়ার্ড পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে পুবাইল থানা আমির আশরাফ আলী কাজলের সভাপতিত্বে ২শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু করে সিটির জোন-২ এলাকা প্রদক্ষিণ করে পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ এসে শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের গাজীপুর জেলা আইনবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা নায়েবে আমির মাহমুদুল হাসান, ডা. আমজাদ হোসেন খান, আমির আফতাবউদ্দীন, পুবাইল থানা নায়েবে আমির অ্যাড. শামীম মৃধা, সেক্রেটারি হারুন রশীদ।
টিএইচ