শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আগৈলঝাড়ার বাকাল-নওয়াপাড়া সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ার বাকাল-নওয়াপাড়া সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়য় আগৈলঝাড়া থেকে নওয়াপাড়া সড়কের পূর্ববাকাল নামক স্থানে ভেঙে পড়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পরতে হচ্ছে স্থানীয়দের। ওই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজসহ শতশত লোকজন চলাচল করছে। বর্তমানে ওই সড়ক দিয়ে ভ্যান, রিক্সা, নছিমন ও অটোগাড়ি চলাচল বর্তমানে বন্ধ হয়ে গেছে। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ থেকে নওয়াপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের পাশে বাকাল এলাকায় ভিম ও অর্জুন মণ্ডল একটি পুকুরে মাছ চাষ করে আসছিল। ওই পুকুরে মাছ চাষের ফলে চারদিন পূর্বে সড়কের পাশের একটি গাছ ভেঙে পরে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

বর্তমানে ওই সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে স্থানীয়দের মালামাল আনতে সমস্যায় পরতে হচ্ছে। চারদিন পূর্বে ওই সড়ক ভেঙে ক্ষতি হলেও উপজেলা এলজিইডি বিভাগ এখনও কিছুই জানে না বলে জানান। 

ওই সড়ক দিয়ে চলাচলকারী রনজিত অধিকারী বলেন, সড়কের পাশের পুকুরে মাছ চাষের ফলে সড়কের পাশের একটি গাছ ভেঙে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। যার ফলে ওই সড়ক দিয়ে বর্তমানে যানাবাহন ও লোকজন চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পরতে হচ্ছে। 

এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ বলেন, আমি অপনার কাছ থেকে শুনেছি। বর্তমানে কোন বরাদ্দ না থাকায় সড়কে কাজ করতে পারবো না। তবে মাটি দিয়ে ভরাট করে দেয়া হবে। 

টিএইচ