শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আগৈলঝাড়ায় ব্রিজের মাঝে গর্ত হয়ে চলাচলে দুর্ভোগ 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় ব্রিজের মাঝে গর্ত হয়ে চলাচলে দুর্ভোগ 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়ইতলা সংযোগসড়ক হতে-গৈলা সড়কে ঢুকতে প্রথমেই ব্রিজের মাঝে ভেঙে বিপদজনক গর্ত হয়ে রড বের হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। 

প্রতিদিন ওই ব্রিজ দিয়ে শতাধিক লোকজন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুঘর্টনার স্বীকার হচ্ছে পথচারীসহ যানবাহন। উপজেলা এলজিইডি বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে ব্রিজের ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা গৈলা মডেল ইউনিয়নের গৈলা-বড়ইতলা সড়কের বড়ইতলা গ্রামে পাঁচ বছর পূর্বে একটি ঢালাই আয়রণ ব্রিজ নির্মাণ করা হয়েছিল। তখনই ব্রিজের নির্মাণ কাজ ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের খোয়াসহ মালামাল দিয়ে ঢালাই দিয়েছিলেন বলে জানান স্থানীয়রা। 

যার কারণে গত ৪ বছর পূর্বেই ওই ব্রিজের গোড়া ভেঙে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের কারণে ব্রিজ দিয়ে যানবাহনের যাত্রী না নামিয়ে চলাচল করতে পারছে না চালকেরা। মাঝে মধ্যে ব্রিজ দিয়ে মোটরসাইকেল, ভ্যান ইজিবাইক চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা। 

ওই ব্রিজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত লোকজন চলাচল করছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ বলেন, চলতি অর্থবছর শেষ হয়েছে। বরাদ্দ নেই। তারপরেও ব্রিজটি দেখে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ