বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আটঘরিয়ার নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ার নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় 

পাবনার আটঘরিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মো. নাহারুল ইসলাম যোগদান করেছেন। গত রোববার তিনি যোগদান করেই সোমবার (২১ আগস্ট) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জানা যায়, মো. নাহারুল ইসলাম ইতিপূর্বে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

সোমবার (২১ আগস্ট) সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু নবাগত ইউএনওকে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হুসাইন।

দায়িত্বভার গ্রহণের পর নবাগত ইউএনও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সকলের সহাযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, প্রেস ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সহসভাপতি মো. ইয়াছিন, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

টিএইচ