সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আটঘরিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তার  সম্মেলন কক্ষে বুধবার (১৪ জুন) অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম।

সভায় বিগত এক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সূচনা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার। তারপর আটঘরিয়া উপজেলার অভ্যন্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন থানার ওসি আনোয়ার হোসেন, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সহ-সভাপতি মোহম্মদ ইয়াছিন, মাজপাড়া ও লক্ষ্মীপুর ইউনিয়ন প্রতিনিধিরা।

সভায় উপজেলা আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। এ সভায় সকল দপ্তর প্রধানকে তার কার্যালয়ে সিসিটিভি লাগানোর এবং সন্দেহজনক কাউকে দেখলে খবর দেয়ার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফকরুল ইসলাম, মাজপাড়া ও দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল ও ফারুক হোসেন। এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

টিএইচ