সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আটঘরিয়ায় একযোগে ৩০ প্রকল্পের কাজ শুরু 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় একযোগে ৩০ প্রকল্পের কাজ শুরু 

চলতিবছরের শুরু থেকে পাবনার আটঘরিয়া উপজেলায় ৩০ প্রকল্পে একযোগে শুরু হয়েছে উন্নয়নের মহোৎসব। এসব উন্নয়নের উদ্যোক্তা ও রূপকার বর্তমান উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম যার ব্যক্তিগত প্রচেষ্টায় চলতি বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত উপজেলায় রাস্তা, ব্রিজ, বাউন্ডারি নির্মাণসহ বিভিন্ন ধরনের ৩০ প্রকল্পের উন্নয়ন কাজ শুরু ও চলমান রয়েছে।

জানা গেছে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যেসব উন্নয়নমূলক কাজ অনুমোদন করাতে পেরেছেন সেসব প্রকল্পের মধ্যে আছে রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মাণ, ঈদগাহ ও গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ। 

উল্লেখিত উন্নয়ন কর্মকাণ্ডগুলো হল, চাঁদভা ইউনিয়নের সরাবারিয়া থেকে বাবু বাজার ভায়া মহসিন মোড় রাস্তা, দেবোত্তর ইউনিয়ানের সিংহরিয়া তজিমের ঢাল থেকে আটঘরিয়ামুখী রাস্তা, চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর ক্লাব থেকে কামারগাঁও রাস্তা, বাওইকোলা মোড় থেকে চাঁদভা বাজার রাস্তা, চাঁদভা বাজার থেকে সিফাতের ঢাল রাস্তা, মাঝপাড়া ইউনিয়নের নওদাপাড়া পূর্বপাড়া থেকে রামচন্দ্রপুর অভিমুখী রাস্তা, চাঁদভা ইউনিয়নের হাঁপানি গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মাজপাড়া ইউনিয়নের পারখিদিরিপুর  ঈদগা মাঠে বাউন্ডারি ওয়াল নির্মাণ, নসিরামপুর গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, নসিরামপুর গ্রামের ৭০০ মিটার রাস্তা পাকাকরণ, একদন্ত ইউনিয়নের বেলদহ ঈদগা মাঠ সিসিকরণ, ষাটগাছা গ্রামের মাটির রাস্তা এইচবিবি করণ, নিয়ামতপুর গোরস্থানের রাস্তা সিসিকরণ, একদন্ত বাড়ইপাড়া গ্রামের জামে মসজিদের টয়লেট নির্মাণ, শিবপুর ইউটার্ন নির্মাণ, মাঝপাড়া ইউনিয়নের সোনাকান্দর গোরস্থানের বাউন্ডারি নির্মাণ, একদন্ত ইউনিয়নের মহেশপুর জামে মসজিদের রাস্তা এইচবিবি করণ।

এছাড়াও ডেঙ্গারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় এসচবিবিকরণ, হিদাসকোল গোরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, দেবোত্তর বাজার থেকে খিদিরপুর ১৮ ফুট চওড়া রাস্তা নির্মাণে কাজ শুরু, দেবোত্তর বাজার থেকে কয়রাবাড়ি ভায়া একদন্ত রাস্তা নির্মাণ, একদন্ত বাজার থেকে ধানুয়াঘাটা বাজার পর্যন্ত ২০ কিলো রাস্তা (১৮ ফুট চওড়া) কাজ, মাঝপাড়া ইউনিয়নের সারুটিয়া বাজার থেকে বিয়ারপাড়া পর্যন্ত রাস্তা, আটঘরিয়া পৌরসভার সামনে উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ (শেষ পর্যায়ে), লক্ষ্মীপুর ইউনিয়নের রঘুরামপুর পূর্বদিকে বিশ্বমা বটতলামুখী রাস্তার সরাগাছি জোলার উপর ৩২ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, যাত্রাপুর থেকে রাণীগ্রাম রাস্তার ভাদেতলা খালে ৪৪ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, রঘুরামপুর থেকে শ্রীপুর বাজার মুখি ইসামতি জোলার নুরু মাস্টারের বাড়ির কাছে ৫০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর থেকে জুমাইখিরিমুখী রাস্তার সুতেরবিলে ৩০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ, জুমাইখিরি থেকে হিদাসকোল রাস্তার আত্রাই জোলার উপর ৫০ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ।

টিএইচ