বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

আটঘরিয়ায় ক্যানালের মুখ বন্ধ করায় ২শ বিঘা জমির ফসল নষ্ট 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় ক্যানালের মুখ বন্ধ করায় ২শ বিঘা জমির ফসল নষ্ট 

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া এলাকায় ক্যানালের মুখ বন্ধ করে দিয়ে প্রায় ২শ বিঘা জমির শিমক্ষেত নষ্ট হয়েছে। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে প্রান্তিক ১১৭ জন কৃষকদের প্রায় ২ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ভুক্তভোগী কৃষকেরা জানান।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষককেরা সমাধান চেয়ে উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে চেয়ারম্যান ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

সরজমিনে ঘুরে দেখা গেছে, মাজপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাদুরিয়া গ্রামের কয়েকজন প্রভাবশালী পানি নিষ্কাশনের ক্যানালের মুখ জোরপূর্বক বন্ধ করে দিলে শিমক্ষেতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সমস্ত শিমগাছ মরা গেছে। 

কৃষক মোক্তার, জাবেদ, রমিজা খাতুন, হামেজ উদ্দিন, সদু, আতাউর, হামিদ, রমজান আলী, জাহান, সাইদুল ইসলামসহ ১১৭ জন স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, এলাকায় পানি নিষ্কাশনের জন্য যে ক্যানাল ছিল সেটা প্রভাবশালীরা ক্ষমতার দাপট দেখিয়ে গায়ের জোরে বন্ধ করে দেয়। 

ফলে জমিগুলো নিচু হওয়ায় ব্যাপক পানি জমে থাকায় এ সকল শিমক্ষেতে জলাবদ্ধতা হয়েছে। পানি বের করে দেয়ার কোন ব্যবস্থা না থাকায় শিমগাছ মরে গেছে। কৃষকদের অভিযোগ, আমরা যারা প্রান্তিক কৃষক বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে জমি লিজ নিয়ে শিমের আবাদ করেছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত প্রবল বর্ষণে মাজপাড়া ইউনিয়নেই নাদুরিয়া ও ভুঁইয়া বাজার এলাকার শিমক্ষেত পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ক্যানাল বন্ধ করে দেয়ায় তৈরি হয় জলাবদ্ধতা। ফলে কৃষকের চোখের সামনেই তাদের স্বপ্নের শিমগাছ পচে নষ্ট হয়ে যায়। কয়েকদিন আগের বৃষ্টির পানিতে হাবুডুবু খাওয়ার পর অবশেষে পচে নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।

টিএইচ