বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

আটঘরিয়ায় দামের অভাবে ৭ হাজার ছাগলের চামড়া অবিক্রিত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় দামের অভাবে ৭ হাজার ছাগলের চামড়া অবিক্রিত

এবার কোরবানির ঈদে আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও সমাজে কোরবানি করা ছাগলের চামড়ার মূল্য না পাওয়ায় মৌসুমী বেপারীরা প্রায় ৭ হাজার চামড়া হয় ফেলে দিয়েছে না হয় নামমাত্র দামে লোকসানে বিক্রি করেছে। 

মৌসুমী বেপারীরা এসব চামড়া প্রতিপিচ ১০ থেকে ৩০ টাকায়  কিনলেও পাইকারদের কাছে বিক্রি না হওয়ায় লোকসান গুনতে হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। মৌসুম বেপারীরা এতথ্য জানিয়েছে।

সরকার এবারও কোরবানি পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও মৌসুমী বেপারীরা বিভিন্ন গ্রাম ও সমাজ থেকে যে দামে গরু ও ছাগলের চামড়া কিনেছে লবণের দাম বৃদ্ধির কারণে তাতে কেউ লাভ করতে পারে নাই। পাইকাররা গরুর চামড়ার সরকার নির্ধারিত দামে কেনে নাই।

অপরদিকে ছাগলের চামড়া প্রতিপিচ ১০ থেকে ৩০ টাকায় কিনলেও পাইকাররা ছাগলের চামড়া না কেনায় সমাগ্র উপজেলায় এবার প্রায় ৭ হাজার ছাগলের চামড়া প্রায় ১ লাখ ৪০ হাজার টাকায় কিনলেও পাইকারদের কাছে বিক্রি করতে না পেরে নাম মাত্র দামে কিছু চামড়া বিক্রি করতে পারায় ৭০ থেকে ৮০ হাজার টাকার লোকসান হয়েছে। এছাড়াও অধিকাংশ ছাগলের চামড়াই অবিক্রিত থাকায় ফেলে দিতে হয়েছে।

টিএইচ