সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আটঘরিয়ায় ৫৮৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়ায় ৫৮৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ

চলতি মৌসুমে পাবনার আটঘরিয়া উপজেলা কৃষি বিভাগের তৎপরতায় এ বছর পুরাতন জাতের ২৯ ও ২৮ জাতের পরিবর্তে উচ্চ ফলনশীল, জীবনকাল কম ও রোগ বালাই সহনীয় নতুন জাতের হাইব্রিড ধান ৫৮৩০ হেক্টর জমিতে আবাদ করে প্রতি একরে ফলন হয়েছে প্রায় ১০০ মন ধান যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ পরিমান। উপজেলা কৃষি অফিস সূত্রে এতথ্য জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ জানান, এযাবৎ পুরাতন জাতের ব্রি-২৮ ধানের আবাদ হত, তাতে জীবনকাল তুলনামূলক বেশী হত এবং রোগবালাইও বেশী হত এবং ফলনও আশানুরুপ হত না। 

তার পরিবর্তে এ বছর থেকে নতুন জাতের ব্রি-৮১,৮৮,৮৯,৯২ ও ১০০, বিনা-২৫ জাতের আবাদ করায় তুলনামূলক কম সময়ে রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশী এবং অধিক ফলনশীল ধানের আবাদ হয়েছে ৫৮৩০ হেক্টর জমিতে।

তন্মধ্যে পৌর এলাকায় ৩০০ হেক্টর, চাঁদভা ইউনিয়নে ১২২০ হেক্টর, একদন্ত ইউনিয়নে ১০৫০ হেক্টর ও লক্ষ্মীপুর ইউনিয়নে ১৩৯০ হেক্টর, মাজপাড়া ইউনিয়নে ১৫৫০ হেক্টর ও দেবোত্তর ইউনিয়নে ৩২০ হেক্টর। এসব আবাদে প্রনোদনা হিসাবে কৃষককে সার, বীজ প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং উৎপাদনও আশানরুপ হয়েছে। তবে কৃষক মকবুল হোসেনের দাবি ধান কাটা মৌসুমে বাজার মূল্য কত হওয়ায় এবং কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারেণে ধানের আবাদে কৃষক লোকসানের সম্মুখীন হচ্ছেন।

টিএইচ