সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হলেও রোগী কম

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হলেও রোগী কম

আটঘরিয়া হাসপাতাল প্রতিষ্ঠার ৪৯ বছর পর গত প্রায় ৫মাস আগে প্রসুতি অপারেশনসহ ছোটখাটো অপারেশনের জন্য গত বছর ১৫ ডিসেম্বর অপারেশন থিয়েটারটি চালু করলেও প্রচার প্রচরাণার অভাবে রোগীর সংখ্যা খুবই কম, গত ৫ মাসে মাত্র ১৫ প্রসূতিকে অপারেশন করা হয়েছে। 

১৯৭৩ সালে পাবনার আটঘরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। জনদাবির প্রেক্ষিতে ৪৯ বছর পর গত বছর ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এখানে অপারেশন থিয়েটার স্থাপন করার পর তেমন কোন প্রচার প্রচারণা না থাকায় এপর্যন্ত মাত্র ১৫ জন প্রসূতি অপারেশন হয়। 

উদ্বোধনের দিন হাসিনা খাতুন নামের একজন প্রসূতির অপারেশন হয়। তবে বাস্তাব হলো এর আগে প্রসূতিসহ যেকোন অপারেশনের জন্য এখানকার মানুষকে বাইরে যেতে হত, এখানে অপারেশন থিয়েটার চালু হওয়ায় এখানকার মানুষের দুর্ভোগ কমেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. আব্দুলাহ-আল-আজিজ জানান, প্রসূতিসহ যেকোন ছোট খাটো অপারেশনের জন্য এখানে সকল রকমের সুযোগ সুবিধা আছে এবং ইতিমধ্যেই ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

টিএইচ