সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে ছিনতাই হওয়া চালসহ দুই ট্রাক উদ্ধার ছয়জন গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি

আদমদীঘিতে ছিনতাই হওয়া চালসহ দুই ট্রাক উদ্ধার ছয়জন গ্রেপ্তার 

বগুড়ার আদমদীঘিতে ট্রাকে চাল বোঝাই করে মোকামে না পৌঁছে রাস্তায় ছিনতাই হওয়া তিন অটোরাইচ মিলের ৫৮ টন চাল ও দুটি ট্রাক উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন, একই উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন, উলট্র পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ, নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন ও সাইদুল ইসলামের ছেলে হূদয় হোসেন আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের ছেলে হাসান আলী। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। 

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকার মেসার্স সালমান অটোরাইস মিলে ট্রাকে মোট ১৪ টন বোঝাই করে বেলা সাড়ে ৩টায় নারায়নগঞ্জ সানারপাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের চাল মোকামের উদ্দেশ্যে পাঠানো হয়। একই তারিখে বৈশাখী অটোরাইস মিলে পৃথক দুটি ট্রাকে ৩০ টন চাল বোঝাই করে ঢাকা মিরপুর সততা রাইচ এজেন্সি মোকামে পাঠানো হয়। 

অপরদিকে গত ৮ জানুয়ারি আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলে ট্রাকে ১৪ টন চাল বোঝাই করে ঢাকা উত্তর বাড্ডা মেসার্স পিরোজপুর রাইচ এজেন্সি নামক মোকামে পাঠানো হয়। তিন রাইচ মিল থেকে পৃথক চারটি ট্রাকে ১ হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মোট ৫৮ টন চাল পাঠানো হয়। 

এদিকে নির্ধারিত সময়ে চাল বোঝাই ট্রাকগুলো স্ব-স্ব মোকামে না পৌঁছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ফলে আদমদীঘি উপজেলা তিনটি অটোরাইস মিলের মালিকদের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়। 

এ ঘটনায় আদমদীঘি থানায় মেসার্স সালমান অটোরাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইচহাক আলী, বৈশাখী অটোরাইস মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলের প্রশাসনিক কর্মকর্তা মখলেছুর রহমান বাদি হয়ে পৃথকভাবে আদমদীঘি থানায় অভিযোগ করেন। 

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, চালসহ ট্রাক ছিনতাই ঘটনার পর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি পেট্রোল পাম্পের নিকট থেকে চাল বোঝাই একটি ট্রাক ও ১টি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার একটি গুদাম থেকে অবশিষ্ট চালসহ মোট ৫৮ টন চাল উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে চাল ছিনতাইয়ের কথা স্বীকারে করে। 

টিএইচ