সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দেয়ার নামে টাকা আদায়

আদমদীঘিতে জাপা নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

আদমদীঘিতে জাপা নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাইয়ে দেয়ার কথা বলে মানুষের কাছে টাকা আদায়ের ঘটনায় মুক্তার হোসেন (৪৩) নামে জাতীয় পাটির নেতাকে আসামি করে থানায় মামলা হয়েছে। 

গত বৃহস্পতিবার রাতে আদমদীঘির কদমা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ভুক্তভোগি আজিজার রহমান বাদি হয়ে এই মামলা করেন। মুক্তার হোসেন একই উপজেলার দমদমা গ্রামের আনছার আলীর ছেলে ও সান্তাহার ইউনিয়ন জাতীয় পাটীর সভাপতি বলে জানা গেছে।

জানাযায়, জাতীয় পাটির নেতা মুক্তার হোসেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাইয়ে দেয়ার কথা বলে গত ১২ এপ্রিল আদমদীঘির কদমা গ্রামের আজিজার রহমান ও ফারুক হোসেনের নিকট থেকে ৬০ হাজার টাকা নেয়। 

ভুক্তভোগিরা বাড়ি না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার অভিযুক্ত মুক্তার হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার তার নিজ কার্যালয়ে ডেকে নেন। 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় মুক্তার হোসেনকে আদমদীঘি থানা পুলিশে সোর্পদ করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বিষয়টি জানিয়ে বলেন গ্রেপ্তার মুক্তারকে শুক্রবার (২৮ জুলাই) আদালতে পাঠানো হয়েছে। 

টিএইচ