বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় বিএনপির ওয়ার্ড সভাপতি বাহার আলী জুয়েলকে (৪৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে তাকে সাওইল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের সাওইল দক্ষিণপাড়ার বাদেশ আলী শেখের ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি। আদমদীঘি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ ও ৯ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে গ্রেপ্তারকৃত বাহার আলী জুয়েলরাসহ আরও অনেকে পূর্ব ঢাকারোড এলাকায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকা সৃষ্টি করে গাড়ির গ্লাস ভাঙচুরসহ পূর্ব ঢাকারোড আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। 

এ ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। এ মামলায় উল্লিখিত ব্যক্তিদের গ্রেপ্তার করে পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ