বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

আদমদীঘিতে মাদক কারবারিসহ পাঁচজন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লিটন (২৬) নামের একজনের নিকট থেকে ১৫ ট্যাপেন্টাডল ও সুমন হোসেনের (২৩) কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক মামলা হয়েছে। 

পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির মুরইল পেট্রোল পাম্পের নিকট থেকে মুরইল বাজারের সাইদুল ইসলামের ছেলে লিটন ও পুর্বঢাকারোড এলাকা থেকে বড় আখিড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে সুমনকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া সান্তাহার ফাঁড়ি পুলিশ পৌরসভার নওগাঁ-রানীনগর সড়কের ব্রিজের উপড় মাদক সেবন করার সময় তিনজনকে গ্রেপ্তার করে। এরা হলেন, নওগাঁ রজাকপুর গ্রামের  আব্দুল মালেকের ছেলে ফজলে রাব্বি, একই এলাকার মকবুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম ও আদমদীঘির ছোট মালশন গ্রামের লবির মণ্ডলের ছেলে সাদেক মণ্ডল।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ