আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে কোরআন আবমাননার বিষয়টি স্বীকার করেন ফেসবুক পোস্ট দেয়া হিন্দু ধর্মাবলম্বী জীবন কুমার রায়। সে কোরআন শরীফ নিয়ে বিরূপ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
নীলফামারী জেলা ডিমলা উপজেলার রুপাহারা উত্তর তিতপাড়ার মৃত বিশ্বনাথ রায়ের ছেলে শ্রী জিবন কুমার রায় (১৭) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। কলেজ বন্ধ হওয়ায় কয়েকদিন ধরে সে তার গ্রামের বাড়িতে অবস্থান করছিল।
গত রোববার তার কোন এক বন্ধু (অজ্ঞাত) ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে, কোরআন ও হাদিসে আছে ১৫ই রমজান বিকট শব্দে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর প্রত্যুত্তরে জীবন কুমার রায় লিখেছে, "ভুয়া কোরআন"। এতে স্থানীয় ফেসবুক ব্যবহারকারী মুসলিম জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অনেকেই এ বিষয়ে প্রতিবাদ করতে শুরু করেন। পরবর্তীতে ডিমলা থানা পুলিশ উক্ত কমেন্টের ভিত্তিতে জীবন কুমার রায়কে তার নিজবাড়ী থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ডিমলা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
টিএইচ