মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

আনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এই ঘটনায় দুই ‘গ্রুপেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় ও ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন  এবং এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচ