চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এই ঘটনায় দুই ‘গ্রুপেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয় ও ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
টিএইচ